লন্ডন, ৯ জুলাই: দীর্ঘ চার বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিরুদ্ধেই শেষবার টেস্ট খেলেছিলেন তিনি। এবার সেই ভারতের বিরুদ্ধেই লর্ডস টেস্টে ইংল্যান্ডের একাদশে জায়গা পেলেন আর্চার।
ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট তৃতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে। একমাত্র পরিবর্তন হিসেবে জোশ টং-এর জায়গায় দলে এসেছেন আর্চার। টং এই সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি হলেও, আর্চারের অভিজ্ঞতা ও গতির উপর ভরসা রেখেছে দল।
আর্চার সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলেছেন এবং চোটমুক্ত হয়ে জাতীয় দলে ফিরেছেন। তাঁর অন্তর্ভুক্তি ইংল্যান্ডের পেস আক্রমণে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।
ভারত দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। বিশেষ করে শুভমন গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন—যিনি দ্বিতীয় টেস্টে ৪৩০ রান করেছেন। আইপিএলে আর্চার গিলকে ক্লিন বোল্ড করেছিলেন, তাই এই ম্যাচে তাঁদের দ্বৈরথ নিয়ে উত্তেজনা তুঙ্গে।
📋 ইংল্যান্ডের একাদশ (লর্ডস টেস্ট):
- জ্যাক ক্রলি
- বেন ডাকেট
- অলি পোপ
- জো রুট
- হ্যারি ব্রুক
- বেন স্টোকস (অধিনায়ক)
- জেমি স্মিথ (উইকেটরক্ষক)
- ক্রিস ওকস
- ব্রাইডন কার্স
- জোফ্রা আর্চার
- শোয়েব বশির
এই ম্যাচে ইংল্যান্ডের লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া, আর ভারতের তরুণ দল চাইবে তাদের দাপট বজায় রাখতে। লর্ডসের ঐতিহাসিক মাঠে দুই দলের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।
