হকার্স কর্নার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে যৌথ প্রার্থীদের সংবাদ সম্মেলন

শিলিগুড়ি শহরের অন‍্যতম ব‍্যবসায়ী প্রতিষ্ঠান হকার্স কর্ণার ব‍্যবসায়ী সমিতি। আগামী ৭ তারিখ তাদের নির্বাচন, সেই নির্বাচনে ২১ জন জোট প্রার্থীদের নিয়ে এক সাংবাদিক সন্মেলনে মিলিত হন। তাদের মূল বক্তব্য হল বর্তমান কমিটি ব‍্যবসায়ীদের কোন সহযোগিতার কথা চিন্তা না করে কমিটি চালে গেছেন।

জোট প্রার্থীদের পরিচয় ঘটিয়ে তাদের হয়ে অমর চন্দ পাল জানান তারা জয় নিয়ে ১০০% আশাবাদী।মার্কেটের রাস্তা যাতে সহজে গ্রাহকেরা চলাফেরা করতে পারে সেই দিকে নজর দেবেন।

তারা সকল ব‍্যবসায়ী দের সঙ্গে কথা বলে মার্কেটে এবং ব‍্যবসায়ীদের পক্ষে কাজ করবেন।এছাড়াও আগামীতে তাদের আশা জোট প্রার্থীরা জয়ী হয়ে মার্কেটের হাল ফিরিয়ে দেবেন।