মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বাংলার পর এবার নজরে অসম। গত লোকসভা নির্বাচনে সেই রাজ্যের ৪টি আসনে লড়েছিল জোড়াফুল শিবির।
তবে জয়ের মুখ দেখতে পারেনি। পঞ্চায়েত ভোটে এর পুনরাবৃত্তি হল না। অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত লোকসভা নির্বাচনে অসমে তৃণমূলের ভরাডুবির পর রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রিপুন বোরা। এরপর সেই রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে। তারপরেই বড়সড় সাফল্য পেল জোড়াফুল শিবির। রাজ্যের ৫টি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করল তৃণমূল প্রার্থীরা। অভিষেক লেখেন, ‘এটাই শুরু। জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাই। আমার বিশ্বাস, আস্তে আস্তে অসমবাসীর কাছে বিকল্প হয়ে উঠবে তৃণমূল’।