বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে প্যারল শেষে জেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র৷ জেলের প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।
কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো রয়েছে। তবে শারীরিক পরীক্ষায় পর হৃদরোগজনিত কোনও সমস্যা ধরা পড়েনি বলেই এসএসকেএম সূত্রে খবর। ডিহাইড্রেশন এবং রক্তচাপজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন নিয়োগ দুর্নীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব৷
গত মাসেই প্রয়াত হন সুজয়ের স্ত্রী। এরপরই জামিনে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য সংশোধনাগারের তরফে তাঁকে প্যারলে মুক্তি দেওয়া হয়। ১৬ জুলাই প্যারলের মেয়াদ শেষ হলে, ১৭ তারিখ সংশোধনাগারে ফেরার কথা। ফেরার পথেই অসুস্থ বোধ করায় সংশোধনাগার থেকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়৷