জলপাইগুড়িতে একটি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সন্ধ্যা নাগাদ তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।করিমুল হকের বড় ছেলে আহসানুল হক জানান, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর হৃদ্যন্ত্র সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামীকাল শুক্রবার সকালেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, করিমুল হক তাঁর মানবিক কর্মকাণ্ড ও সমাজসেবার জন্য সারা দেশে জুড়ে পরিচিত। বিশেষ করে দুর্গম এলাকায় বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দিয়ে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। তাঁর অসুস্থতার খবরে বিভিন্ন সামাজিক সংগঠন, সাধারণ মানুষ দ্রুত আরোগ্য কামনা করেছেন।
