কসবার ল’ কলেজে দশ দিন পর খুলল ক্যাম্পাস, কড়া নিরাপত্তার মধ্যেই শুরু ফর্ম ফিলআপ

দক্ষিণ কলকাতার কসবার সাউথ কলকাতা ল’ কলেজে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দশ দিন পর অবশেষে খুলল কলেজ ক্যাম্পাস। আদালতের নির্দেশ মেনে ও কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পরীক্ষার ফর্ম ফিলআপ প্রক্রিয়া।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ কোনও ক্লাস হবে না। শুধুমাত্র ফর্ম ফিলআপ চলবে দুপুর ২টো পর্যন্ত। মঙ্গলবার থেকে স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হবে।

ঘটনার পর কলেজে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগের নিরাপত্তা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা এদিন থেকেই কার্যকর হয়েছে।

নির্দেশ অনুসারে কলেজের ইউনিয়ন রুম আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রতিটি শিক্ষার্থী ও অধ্যাপকের কলেজে প্রবেশের সময় বৈধ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। কলেজ সূত্রে খবর, দুপুর ২টার পর কেউ ক্যাম্পাসে থাকতে পারবে না — এই নিয়ম শিক্ষার্থী থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের জন্যও প্রযোজ্য।

এদিন সকালে ছাত্রছাত্রী ও অধ্যাপকেরা কলেজে উপস্থিত হন। শুরু হয় পরীক্ষার প্রস্তুতির কাজ। পুরো কলেজ চত্বরে রয়েছে পুলিশি নজরদারি।

কলেজে আবার পড়াশোনা শুরু হলেও, ক্যাম্পাসে এখনও রয়েছে নিরাপত্তার আঁটসাঁট বেষ্টনী।