ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) সংক্রান্ত আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহারের দিনহাটার এক প্রৌঢ়। তাঁর নাম খায়রুল শেখ (৬৫), বাড়ি বুড়িহাট ২ পঞ্চায়েতের জিতপুর এলাকায়। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করায় তাঁকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খায়রুল শেখ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে দ্রুত দিনহাটা হাসপাতাল হয়ে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, খায়রুল শেখের ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের বানানে ভুল ছিল (খায়রুলের পরিবর্তে ‘খয়রুল শেখ’ নামে তালিকাভুক্ত হয়)। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার খবর শুনে এবং আশেপাশের বিভ্রান্তিমূলক তথ্যের কারণে তিনি প্রচণ্ড আতঙ্কে ছিলেন। তিনি আশঙ্কা করেন যে, নামের সামান্য ভুলের কারণে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এই ভয় থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
