শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী প্রাথমিক বিদ্যালয়ে অভিনব আয়োজন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিভাবক, পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের মন জয় করল বিদ্যালয় কর্তৃপক্ষ।
সরকারি বিদ্যালয়গুলিও যে আজ শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় বেসরকারি স্কুলের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে, সেই বার্তাই তুলে ধরা হল এই অনুষ্ঠানের মাধ্যমে। দিনভর চলা এই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।
এরপর একে একে মঞ্চস্থ হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। ছাত্রছাত্রীদের নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
খুদে পড়ুয়াদের সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী অংশগ্রহণ অভিভাবকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খেলাধুলায় পারদর্শী পড়ুয়া ও এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে পড়ুয়াদের উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়ে পড়ুয়াদের মুখে ছিল আনন্দের ঝিলিক।
এদিন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষভাবে সম্মান জানানো হয়। তাঁদের দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার কথা স্মরণ করে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের পক্ষ থেকে ফুল ও স্মারক তুলে দিয়ে কৃতজ্ঞতা জানানো হয়।
