অপহৃত নাবালিকা উদ্ধার, ফিল্মি স্টাইলে অভিযুক্তকে ধরল পুলিশ

হরিশ্চন্দ্রপুরের কোতল গ্রামে বুধবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। আইসক্রিম কিনতে যাওয়ার পথে মোটরবাইকে আসা দুই যুবক ফিল্মি কায়দায় এক তিন বছরের নাবালিকাকে অপহরণের চেষ্টা করে। স্থানীয় মানুষজন বিষয়টি দেখে ধাওয়া শুরু করলে, দ্রুত খবর পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানায়।

হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ দ্রুত গোটা এলাকা এবং গ্রাম থেকে বেরনোর সমস্ত রাস্তা ঘিরে ফেলে। বিহার সীমান্ত পর্যন্ত নাকা চেকিং শুরু হয়। পুলিশের তৎপরতা দেখে আতঙ্কিত দুষ্কৃতীরা চলন্ত বাইক থেকে শিশুটিকে রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ ততক্ষণাৎ তাড়া করে অভিযুক্তদের একজনকে ধরে ফেলে। ধৃতের নাম ছোটন নাগ, তার বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। মোটরবাইক থেকে পড়ে যাওয়ায় আহত নাবালিকাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপহরণের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ধৃত ছোটন নাগকে জিজ্ঞাসাবাদ করছে এবং পলাতক অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।