হাতে গোনা কয়েকদিন পরেই পুজো। এখনো বোনাস নিয়ে আন্দোলন করতে হচ্ছে শ্রমিকদের। পুজোর আগে ২০ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিংয়ে সামিল হল কিলকোট চা বাগানের শ্রমিকেরা। আজ সকালে চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে শ্রমিকরা জমায়েত হয়ে গেট মিটিং করে।
গেট মিটিংয়ের পর একটি দাবীপত্র বাগান ম্যানেজারকে দেওয়া হয়। এই চা বাগান সম্মেলন টি অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড এর অন্তর্গত। ২০ সেপ্টেম্বর বাগান কর্তৃপক্ষের তরফে পুজোর আগে ১০ শতাংশ, ৩১ ডিসেম্বরের মধ্যে ৫ শতাংশ ও বাকি ৫ শতাংশ ফাগুয়া উৎসবের সময় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
কিন্তু এই হারে বোনাস নিতে নারাজ শ্রমিকেরা।তবে এদিন নাগেশ্বরী চা বাগানে গেট মিটিং হয়নি। বাগানের শ্রমিক নেতা রামচন্দ্র প্রজা বলেন, পুজোর আগে ২০ শতাংশ বোনাস একেবারে দেওয়ার দাবিতে এদিন গেট মিটিং করে বাগান ম্যানেজার কে দাবি পত্র দেওয়া হয়েছে।
