দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশজুড়ে যখন নিরাপত্তা জোরদার হয়েছে, তখনই ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। এই প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কলকাতা পুলিশ। সোমবার ও মঙ্গলবার পরপর দু’টি ভার্চুয়াল বৈঠক করে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা।
দিল্লিতে যেহেতু গাড়ি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই বাড়ানো হয়েছে নাকা চেকিং ও টহলদারি। লালবাজার সূত্রে খবর, লালবাজারে আয়োজিত প্রায় ২৫ মিনিটের বৈঠকে পুলিশ কমিশনার ওসি, এসি ও ডিসি – দের নির্দেশ দিয়েছেন হঠাৎ হঠাৎ নাকা চেকিং চালানোর জন্য।
ইতিমধ্যেই ভারতীয় ও দক্ষিণ আফ্রিকা দলের সুরক্ষার জন্য আলাদা সিকিউরিটি করিডর তৈরি করা হয়েছে। ইডেনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নিজে উপস্থিত হন পুলিশ কমিশনার মনোজ ভর্মা ও ডিসি সাউথ। ইডেন গার্ডেন্সে ম্যাচের টিকিট বিক্রির লাইনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
কলকাতা পুলিশের দাবি, নিরাপত্তা বলয় জোরদার থাকায় ইডেনে কিংবা শহরের অন্যত্র কোনও বিপত্তি ঘটার আশঙ্কা নেই। নাগরিকদেরও অনুরোধ করা হয়েছে সতর্ক থাকতে ও সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে।
