ভারতে ব্যবসার ২৫তম বছরে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল স্কোডা অটো ইন্ডিয়া। ২০২৫ সালে সংস্থাটি মোট ৭২,৬৬৫টি গাড়ি বিক্রি করেছে, যা ২০২৪ সালের (৩৫,১৬৬ ইউনিট) তুলনায় ১০৭% শতাংশ বেশি। এটি ভারতের বাজারে স্কোডার এযাবৎকালের সেরা পারফরম্যান্স।
এই অভাবনীয় প্রবৃদ্ধির নেপথ্যে রয়েছে স্কোডার নতুন এসইউভি ‘কাইলাক’। এর পাশাপাশি কুশাক, স্লাভিয়া এবং প্রিমিয়াম এসইউভি কোডিয়াক-এর প্রতি গ্রাহকদের বিপুল চাহিদা বজায় ছিল। বিশেষ করে ভারতের গাড়ি প্রেমীদের মধ্যে ‘অক্টাভিয়া আরএস’-এর প্রত্যাবর্তন এক অনন্য উন্মাদনা তৈরি করেছে।
স্কোডা ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর আশীষ গুপ্ত জানান, ২০২৫ সালটি ছিল সবদিক থেকে সেরা। বর্তমানে ভারতের ১৮৩টি শহরে স্কোডার ৩২৫টিরও বেশি শোরুম ও টাচপয়েন্ট রয়েছে। এছাড়া, জনপ্রিয় অভিনেতা রণবীর সিং-কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করে এবং ‘ফ্যানস নট ওনার্স’-এর মতো প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে পেরেছে এই ব্র্যান্ড।
গাড়ি বিক্রির পাশাপাশি স্কোডা তাদের সার্ভিস নেটওয়ার্ক আরও শক্তিশালী করেছে। বর্তমানে সারা দেশে প্রায় ৭,৫০০ দক্ষ কর্মী গ্রাহকদের পরিষেবা দিচ্ছেন। ওয়ারেন্টি বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ খরচ কমিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করেছে এই সংস্থা। এছাড়া, স্কোডা কোডিয়াক প্রথম পেট্রোল এসইউভি হিসেবে মাউন্ট এভারেস্টের নর্থ ফেস বেস ক্যাম্পে পৌঁছে এক অনন্য রেকর্ড গড়েছে। ২০২৬ সালেও এই ধারা বজায় রাখতে নতুন গাড়ি এবং উন্নততর পরিষেবা নিয়ে আসার পরিকল্পনা করছে স্কোডা অটো ইন্ডিয়া।
ভারতে স্কোডার ২৫ বছর, ২০২৫-এ রেকর্ড সাফল্য
