কলকাতা, ১২ আগস্ট: আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রী অভয়া হত্যা-কাণ্ডের একবছর পূর্তিতে ডাকা নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ আগস্টের ওই অভিযানে মিছিল থেকে একাধিক স্থানে পুলিশকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোঁড়া ও আক্রমণ করা হয়। ঘটনায় পাঁচজন পুলিশকর্মী আহত হন।
লালবাজারে সাংবাদিক বৈঠকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, জয়েন্ট কমিশনার মিরাজ খালেদ এবং গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, অভিযানের কোনও অনুমতি না নিয়ে মিছিল সংগঠিত করা হয়েছিল। পুলিশ সামাজিক মাধ্যমে খবর পেয়ে প্রস্তুতি নেয় এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট কিছু এলাকায় মিছিলের অনুমতি দেয়।
পুলিশের দাবি, মিছিলের সময় একাধিক স্থানে আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটে। ভিডিও ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে ছয় বিজেপি নেতার বিরুদ্ধে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—সজল ঘোষ, তমোঘ্ন ঘোষ, বিধায়ক অশোক দিন্দা, ভোলা শঙ্কর, কুশল পাণ্ডে এবং কমলজিত সিংহ। অশোক দিন্দাকে ১৭ আগস্ট নিউ মার্কেট থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
এই ঘটনায় মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে—পাঁচটি কলকাতা এবং দুটি হাওড়া পুলিশের অধীনে। নিউ মার্কেট থানায় চারটি এবং হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর নথিভুক্ত হয়েছে।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, এই মিছিল ছিল গণআন্দোলনের অংশ, যেখানে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পথে নেমেছিলেন। তবে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষা করতে তারা বাধ্য হয়েছিল প্রতিরোধ গড়ে তুলতে।
এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
