১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলে ধ*স

শনিবার ভোরে কালিম্পং জেলার ২৯ মাইল এলাকায় পাহাড়ি রাস্তায় ধসে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। সিকিম ও কালিম্পংয়ের প্রধান যোগাযোগপথ হওয়ায় বিষয়টি নিয়ে সতর্ক প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যায়, যার জেরে রাস্তার একটি দিক ভেঙে পড়ে। প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত মেরামতির কাজ শুরু করেছে।

আবহাওয়া অনুকূলে থাকলে অতি শিগগিরই ক্ষতিগ্রস্ত অংশের পূর্ণ মেরামত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে প্রশাসন।