লিখুভিরে ধস, বিপর্যস্ত মেল্লি–কিরনে রোড | প্রশ্নের মুখে ফের এনএইচ-১০

ফের পাহাড়ে দুর্যোগের ছায়া। কালিম্পং জেলার লিখুভির (Likhu Bhir) এলাকায় পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড় বড় বোল্ডার। যার জেরে মেল্লি (Melli) থেকে কিরনে (Kirney) পর্যন্ত রাস্তার একাধিক অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যেই কালিম্পংয়ে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৪.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাব পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)-এর উপর, যেটি সিকিম ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগের প্রধান পথ।

জেলা প্রশাসনের তরফে মেল্লি–কিরনে রুটে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আবহাওয়ার অবনতির কারণে যে কোনও সময় পুরো জাতীয় সড়কটিই বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, আজ ও আগামীকাল কালিম্পং ও আশপাশের পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছে প্রশাসন।