সিকিম সংযোগকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ফের ধসের কবলে। মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির জেরে তারখোলা ও লিখুভির সংলগ্ন এলাকায় ধস নামে। এর ফলে ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনএইচ-১০ (জাতীয় সড়ক ১০)-এর একাধিক স্থানে মাটি সরে গিয়ে রাস্তার বড় অংশ ধসে পড়েছে। বিশেষত তারখোলা ও লিখুভির এলাকার মধ্যবর্তী ধসের মাত্রা এতটাই বেশি যে সেখানে বড় গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও বন্ধ হয়ে গেছে।
ধসে আটকে পড়েছেন বহু মানুষ। উদ্ধারকাজে নেমেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গেছে ধস কবলিত অংশে দ্রুত মাটি ও পাথরের চাই সরানোর কাজ চলছে।
