বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার, দুটি অভিযানে গ্রেপ্তার ৫

আবারও মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। পৃথক দুটি থানার যৌথ তৎপরতায় প্রায় ৮০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন মাদক কারবারিকে। বাজেয়াপ্ত হয়েছে মোট ৯৫৬ গ্রাম ব্রাউন সুগার।

প্রথম অভিযানটি চালানো হয় বৈষ্ণবনগর থানার পুলিশ দ্বারা। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ১২ নম্বর জাতীয় সড়কের ১৮ মাইল এলাকায় হানা দেয় পুলিশ। হাত বদলের সময় গ্রেফতার করা হয় ছোটন মন্ডল (বাসিন্দা – কালিয়াচক, শুকলালটোলা) সাথে সনাতন মন্ডল (বাসিন্দা – বৈষ্ণবনগর, মন্ডায়)। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন জানিয়েছে, সে গোলাপগঞ্জ থেকে মাদক সংগ্রহ করে সনাতনকে সরবরাহ করছিল।

অন্যদিকে, কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায় গোলাপগঞ্জের সাহিলাপুর ঘোষপাড়া এলাকায়। সেখান থেকে ৬০৬ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয় আব্দুল রশিদ (শাহবাজপুর), সানাউল হক (গোলাপগঞ্জ), ও রাজিকুল ইসলাম (শশ্মানী খেড়িবোনা)।

এই দুই মামলার মধ্যে সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।

এভাবে বারবার মালদায় বিপুল পরিমাণে মাদক উদ্ধার হওয়ায় জেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের দাবি, এই ধরনের অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে।