১৬-৯-১৯৬১ জন্ম ডক্টর বিবেকানন্দ সরকারের। মানুষের ভালোবাসায় বিবেকানন্দ কখন বিবেক সরকার হয়ে উঠে কেউ বুঝতে পারেনি। ২০১৩ সালে এক কঠিন স্নায়ু রোগে আক্রান্ত হন এই চিকিৎসক। হাজার মানুষের ভালোবাসায় ও চিকিৎসায় সেই সময় সুস্থ হয়ে ঘরে ফিরে আসেন তিনি। আবারো সেই রোগের পুনরাবৃত্তিতে আর ফেরানো গেল না শৈল্য চিকিৎসক বিবেক সরকারকে। তার মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পরতেই ঐ চিকিৎসকে শেষ শ্রদ্ধা জানাতে তার ফেরার অপেক্ষা করছিল শহর শিলিগুড়ি।
বৃহস্পতিবার তার শিবমন্দিরের বাড়ি থেকে মেডিকেল কলেজ হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌছাতেই সকলে তাকে শেষ বিদায় জানাতে ভিড় করেছিলেন।সকল রাজনৈতিক দলের সদস্যদের দেখা যায়। যেহেতু বিবেক সরকার শিলিগুড়ি জেলা হাসপাতালে অনেক বছর চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন।
তাকে অনেকক্ষণ সেখানে রেখে শেষ শ্রদ্ধা জানানো হয়। জেলা হাসপাতাল সুপার ডঃ চন্দন ঘোষ জানান, শিলিগুড়ি জেলা হাসপাতালে তিনি অনেটা সময় কাটিয়েছিলেন তাকে নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।তার মৃত্যুতে চিকিৎসা ক্ষেত্রে অনেক ক্ষতি, ডঃ চন্দন ঘোষ, সুপার ডক্টর বিবেক সরকারকে শেষ চোখের দেখা দেখতে হাসপাতালে ছুটে আসেন সাধারণ মানুষ সহ বিভিন্ন সমাজসেবী সংগঠন।
