“মানুষ মানুষের জন্য।” দীপাবলীর আনন্দ ভাগ করে নিতে ময়নাগুড়ি বন্যা দুর্গত এলাকায় বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী দুলাল চন্দ্র রায় পৌঁছে গেলেন। সনাতনী পরম্পরাকে স্মরণ করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার আমগুড়ি এলাকার ত্রাণ শিবিরে বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী দুলাল চন্দ্র রায় আজকের পূজার পঞ্চ সামগ্রী নিয়ে পৌঁছেলেন। দুলাল বাবুর মানবিক এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।
দীপাবলীর আনন্দ ভাগ করে নিতে বন্যাদুর্গত এলাকায় পৌছে গেলেন আইনজীবী দুলাল চন্দ্র রায়
