বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের অনুষ্ঠিত ৪৫তম বোর্ড অব কাউন্সিলরসের বৈঠক রণক্ষেত্রের চেহারা নেয়। শহরের যানজট সহ একাধিক সমস্যার প্রসঙ্গে আলোচনার মধ্যেই বাম ও তৃণমূল কাউন্সিলরদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। চিৎকার, চেঁচামেচি, হট্টগোলে ভরে ওঠে সভাকক্ষ, শেষ পর্যন্ত সভা ত্যাগ করে বাম কাউন্সিলররা।
অভিযোগ, শহরের যানজট সমস্যা নিয়ে বক্তব্য রাখছিলেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। সেই সময় তৃণমূল কাউন্সিলর আলম খান পাল্টা মন্তব্য করে বাম আমলের উন্নয়নকে কটাক্ষ করে। তিনি বলেন, “বাম জমানাতেই বরবাদ হয়েছে শিলিগুড়ি।”
এই বক্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন বাম কাউন্সিলররা। এরপর শুরু হয় তীব্র বিতণ্ডা। বামপন্থীরা অভিযোগ তোলেন, তৃণমূল সরকার ও বর্তমান বোর্ড শহরের উন্নয়ন থমকে দিয়েছে। বাম কাউন্সিলররা আরও দাবি করেন, বাম আমলে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প শুরু হয়েছিল, বর্তমান বোর্ড তা অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছে। উত্তেজনা বাড়তেই বামেরা সভা ত্যাগ করে।
বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী ও মুন্সী নুরুল ইসলাম বলেন, “যে উন্নয়ন শিলিগুড়িতে হয়েছে, তা হয়েছে বাম আমলে। তৃণমূল সেই সবকিছু ধ্বংস করেছে। বর্তমান বোর্ডের কাজ শুধুই প্রচার আর দোষ চাপানো।”
অন্যদিকে, পরিস্থিতি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, “বাম জমানায় কোনও পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন হয়নি। তিন বছরে সবকিছু ঠিক করা সম্ভব নয়। সভায় এমন কিছুই হয়নি যাতে সভা ত্যাগ করতে হয়।”
