ডুয়ার্সে ফের চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে শ্রমিকরা

ডুয়ার্সের ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে ফের দেখা মিলল চিতাবাঘের। তবে এবার বনদপ্তরের পাতানো খাঁচাতেই ধরা পড়ল বন্যপ্রাণীটি। মঙ্গলবার সকালে খাঁচা থেকে চিতাবাঘের গর্জন শুনে খাঁচা বন্দি হয়েছে চিতা জানতে পারে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলায় চা বাগানের এক কোণে রাখা খাঁচার ভেতর চিতাবাঘটিকে ছোটাছুটি করতে দেখেন তাঁরা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে, বহু মানুষ ভিড় জমান বাঘটি দেখতে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। তাঁরা চিতাবাঘটিকে খাঁচা সহ উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গেছে, চিতাবাঘটিকে শারীরিক পরীক্ষার পর পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

চা বাগানে চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রমিকরা। গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে বন্যপ্রাণীর গতিবিধি নিয়ে উদ্বেগ বাড়ছিল। বনদপ্তরের তৎপরতায় আপাতত শ্রমিকরা নিরাপদে কাজ করার আশা করছে।

স্থানীয় প্রশাসন ও বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই ধরনের বন্যপ্রাণী যাতে মানুষের বসতির কাছাকাছি না আসতে পারে, তার জন্য নজরদারি আরও জোরদার করা হয়েছে।