কলাবাড়ি চাবাগান থেকে ফের উদ্ধার চিতাবাঘ

ফের কলাবাড়ি চাবাগান থেকে উদ্ধার হল একটি চিতাবাঘ। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এনিয়ে নাগরাকাটা ব্লকের এক নং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার এই চাবাগানটি থেকে গত দেড়মাসে এনিয়ে মোট চারটি চিতাবাঘ খাচায় বন্দী হল।

জানা গিয়েছে গত ১৮ জুলাই এই চাবাগানের হুলাস লাইনে বাড়ির উঠোন থেকে আয়ুস নাগার্চি নামে এক দশবছরের শিশুকে তুলে মেরে ফেলেছিল চিতাবাঘ। এরপর ঐ চাবাগানে তিনটি খাচা পেতে রাখা হয়েছে। চিতাবাঘের গতিবিধির উপর নজরদারি চালাতে তিনটি ট্র্যাঘপ ক্যামেরা বসানো হয়েছে।

এদিন ভোরেই চিতাবাঘটিকে উদ্ধার নিয়ে যায় বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা। প্রাথমিক চিকিৎসার পর বেলা এগারোটা নাগাদ চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জার হিমাদ্রি দেবনাথ।