ফের চিতাবাঘের হামলায় গুরুতর আহত চাবাগানের এক ব্যক্তি

নাগরাকাটা ব্লকের কলাবাড়ি চাবাগানে চিতাবাঘের আক্রমণে শিশু মৃ*ত্যুর পর সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের ব্লকেরই বামনডাঙ্গা চাবাগানে চিতাবাঘের হামলায় গুরুতর আহত হল এক চাবাগানের এক সরদার। মঙ্গলবার সকালে বামনডাঙ্গা চাবাগানে এঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে হিরালাল ওরা ও সহ দুইজন সরদার শ্রমিকদের চাবাগানে কাজে লাগিয়ে তারা চাবাগানের রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিলেন।

সেই সময় আচমকাই একটি চিতাবাঘ চাবাগানের ভিতর থেকে লাফ দিয়ে বেড়িয়ে এসে হিরালালের উপর ঝাপিয়ে পড়ে। হিরালালের বুকে মুখে হাতে থাবা বসিয়ে দেয়। সাথে যে আরেকজন সরদার ছিল সে প্রথমে হতবম্ভ হয়ে যায়।এরপরই সে পালাতে শুরু করে।সেই সময় হিরালালকে ছেড়ে তার দিকেও তেড়ে যায় চিতাবাঘটি। কিন্তু ঐ সরদার কোনভাবে পালিয়ে নিজেকে রক্ষা করে।

চিতাবাঘটি ঐ সরদারকে ধরতে না পেরে ফের চাবাগানে লাফ দিয়ে ঢুকে পড়ে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে বেলা দশটা নাগাদ সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে খুনিয়া রেঞ্জের বনকর্মিরা।