ফের খাঁচা বন্দী লেপার্ড। বন দপ্তরের পাতা খাচায় খাচা বন্দী একটি লেপার্ড। জলপাইগুড়ি গয়েরকাটা চা বাগান থেকে রেসকিউ করে গরু মারা ফরেস্টে নিয়ে যাওয়া হয়েছে। ১ টা লেপার্ড গয়েরকাটা চা বাগান থেকে রেসকিউ করে চিকিৎসার পর গরুমারা ফরেস্টে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ, গয়ারকাটা বাগানে গত মাসের কুড়ি তারিখে একটা লেপার্ড তিনজন মানুষকে আহত করেছিল। তাদের মধ্যে একজন বীরপাড়া হাসপিটালে ভর্তি ছিলেন। তারপরই বন দপ্তরের তরফে খাচা পাতা হয়। বন দপ্তরের টহলদারিও অব্যাহত ছিল। লেপার্ড টি খাঁচা বন্দী হাওয়ায় কিছু হলেও চিন্তামুক্ত এই এলাকার বাসিন্দারা।
