বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। বিগত প্রায় তিন বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ ছিল। সম্প্রতি ফের এই প্রকল্প চালুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এরপরেই কেন্দ্রকে চিঠি দিতে চলেছে রাজ্য। বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে। ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ শুরুর জন্য রাজ্যকে কী পদক্ষেপ নিতে হবে? ২০২৫-২৬ আর্থিক বছরে বাংলার জন্য কত শ্রম বাজেট বরাদ্দ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? রাজ্যের তরফ থেকে এমন বেশ কিছু প্রশ্ন করা হবে।
অন্যদিকে কেন্দ্রীয় সরকার যাতে একতরফাভাবে কোনও কিছু না করতে পারে, সেই জন্য শীর্ষ আদালতে কেভিয়েট করে রাখতে পারে রাজ্য। জানা যাচ্ছে, বাংলার ক্ষেত্রে মনরেগা আইনের ২৭ নং ধারা আরোপিত রয়েছে। সেই নিয়ে কেন্দ্র কী পদক্ষেপ গ্রহণ করছে, সেটা জানতে চাইবে রাজ্য।
