একটানা বৃষ্টিতে ভেজা দক্ষিণবঙ্গের জন্য অবশেষে কিছুটা স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি আজ, বৃহস্পতিবার (১০ই জুলাই) সকাল সাড়ে আটটা নাগাদ দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরে গেছে। এর ফলে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, তবে বর্ষা পুরোপুরি থামছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত চলবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ই জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ১৫ই জুলাই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।
১৪ই জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে।
- ১৫ই জুলাই: জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
- ১৬ই জুলাই: জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ১৭ই জুলাই: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, নিম্নচাপ অঞ্চলের সাথে যুক্ত ঘূর্ণাবর্তটি প্রায় ৫.৮ কিমি উচ্চতায় বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা এখন সুরতগড়, ভিওয়ানি, আলিগড়, বান্দা, ডাল্টনগঞ্জ, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত। এর প্রভাবে রাজ্যের বিক্ষিপ্ত এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতেই থাকবে।
