দীপাবলির উৎসবে পশ্চিমবঙ্গে ঔজ্জ্বল্য ছড়াতে ইয়ামাহা নিয়ে এল বিশেষ অফার। ইয়ামাহা তার জনপ্রিয় মোটরসাইকেল এবং স্কুটারগুলিতে জিএসটি সুবিধা এবং ক্যাশব্যাক সহ এক্সক্লুসিভ ডিল নিয়ে এসেছে। সমস্ত টু-হুইলার রেঞ্জের উপর এক্সক্লুসিভ বীমা সুবিধা এবং RayZR 125 Fi হাইব্রিড স্কুটারে পাওয়া যাবে ক্যাশব্যাক।
দীপাবলি বিশেষ অফারে থাকছে R15 V4 রেঞ্জে ১৫৭৩৪ টাকা পর্যন্ত জিএসটি সুবিধা এবং ৬৫৬০ টাকা মূল্যের বীমা সুবিধা । MT-15 রেঞ্জে 14,964 টাকা পর্যন্ত জিএসটি সুবিধা এবং ৬৫৬০ টাকা মূল্যের বীমা সুবিধা পাওয়া যাবে। FZ-S Fi হাইব্রিড রেঞ্জে ১২০৩১ টাকা পর্যন্ত জিএসটি সুবিধা এবং ৬,৫০১ টাকা মূল্যের বীমা সুবিধা।
ফ্যাসিনো ১২৫ হাইব্রিডে পাওয়া যাচ্ছে ৮,৫০৯ টাকা পর্যন্ত জিএসটি সুবিধা এবং ৫,৪০১ টাকা মূল্যের বীমা সুবিধা। RayZR ১২৫ Fi সিরিজে ৭,৭৫৯ টাকা পর্যন্ত জিএসটি সুবিধা এবং ৩,৭৯৯ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাওয়া যাবে। ইয়ামাহার প্রিমিয়াম মোটরসাইকেল এবং স্কুটারের সঙ্গে এবার দীপাবলি উদযাপন করুন।
