শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহী তনয়া জন্ম দিলো চতুর্থ সন্তানের

ত্রিপুরার সিপাহিজলা চিড়িয়াখানা থেকে সিংহদম্পতিকে নিয়ে আসা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাদের নাম দেন সুরজ ও তনয়া। সম্প্রতি সিংহী তনয়া তার চতুর্থ সন্তানের জন্ম দিয়েছে বলে জানা গিয়েছে।

আর এতেই খুশির আমেজ শিলিগুড়ির নিকটে অবস্থিত বেঙ্গল সাফারি পার্কে। পুজোর মরশুমে পর্যটকদের জন্য আগাম সুখবর।

পার্ক সূত্রের খবর এক দেড় মাসের মধ্যে পর্যটকদের জন্য জঙ্গল সাফারির সঙ্গে যুক্ত করা হবে এই সিংহ পরিবারটিকে।