প্রকাশিত হলো সরকারি ছুটির দিনের তালিকা

বেশ কিছু ছুটি রয়েছে আগামী মাসে, অর্থাৎ বাড়ছে সরকারি ছুটির তালিকা। শনি, রবিবার বাদেও প্রত্যেক মাসেই বেশ কিছু সরকারি ছুটির ছুটি থাকে। মে মাসেও রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে একাধিক ছুটি। এই মাসেই টানা ৪ দিন করে দু’বার ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মীদের জন্য।

মাসের প্রথম দিন অর্থাৎ ১ মে (বৃহস্পতিবার) প্রথম ছুটির দিন। শ্রমিক দিবস উপলক্ষে সমস্ত স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং সরকারি কর্মদফতর বন্ধ থাকবে এদিন। এরপর শনি রবি ছুটির দিন। তবে এখানে সব দফতরে শনিবার ছুটি থাকে না।

আবার আগামী ৯ মে, শুক্রবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছুটি থাকছে। তার পরের দিন শনি এবং রবিবার অর্থাৎ ১০ ও ১১ তারিখ ছুটির দিন। আবার ১২ মে, সোমবার বুদ্ধ পূর্ণিমার জন্য ছুটি থাকছে। অর্থাৎ এক্ষেত্রেও একটানা ৪ দিন ছুটির সুযোগ থাকবে। এছাড়াও মে মাসে শনি ও রবিবার মিলিয়ে মোট ১০টি ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।