দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে এদিন অবশেষে বিক্ষোভে ফেটে পড়লেন কোচবিহারের গড়িয়াহাটি আদর্শ সংঘ ক্লাব এলাকার বাসিন্দারা। স্থানীয় একটি বেহাল রাস্তার সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল হলেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরেই ওই এলাকার প্রধান রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা এলেই জল জমে, আর ভাঙাচোরা রাস্তার কারণে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। বহুবার পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।
এদিন সকাল থেকেই এলাকাবাসী গর্জে ওঠেন ও ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, যতক্ষণ না রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলপড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষদের যাতায়াত করতে হয়। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই সবাই চলাফেরা করছে।”
অপর এক প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “নেতারা ভোটের সময় আসেন অনেক প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু কাজের বেলায় কেউ নেই। এই অবস্থা আর বরদাস্ত করা যাবে না।”
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
