লোকাল ট্রেন বাতিল! দুর্ভোগে যাত্রীরা

পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় একাধিক কাজের কারণে শনিবার, রবিবার ও সোমবার – তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। তার জেরে এই তিনদিনে মোট ২০ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে, তারকেশ্বর শাখায় তারকেশ্বর স্টেশন এ ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে এবং রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে ৪ ঘণ্টা ৩০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লক -এর প্রয়োজন হবে।এবং আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সীমিত উচ্চতার সাবওয়ে কাজের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে ৮ ঘণ্টা ১৫ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে তারকেশ্বর শাখায় শনিবার রাতে ৩ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি রবিবার ১২ টি এবং সোমবার ৫ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল ট্রেন গুলো হল, শনিবার ৩৭৪২৪ আরামবাগ -তারকেশ্বর লোকাল, ৩৭৪২৩ তারকেশ্বর আরামবাগ লোকাল, ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর লোকাল। রবিবার ৩৭৩৭৩ হাওড়া গোঘাট লোকাল, ৩৭৩৭৪ গোঘাট হাওড়া লোকাল, ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট লোকাল, ৩৭৪২১ তারকেশ্বর আরামবাগ লোকাল, ৩৭৩৭২ গোঘাট তারকেশ্বর লোকাল, ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর লোকাল, ৩৭৪০২ গোঘাট তারকেশ্বর লোকাল , ৩৭৪২২ আরামবাগ তারকেশ্বর লোকাল, ৩৭৩৭১ হাওড়া গোঘাট লোকাল, ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে । সোমবার ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল , ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট লোকাল, ৩৭৪০২ গোঘাট তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে ।