নিম্নমানের রেশন সামগ্রী বিতরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনি। বেশ কয়েক মাস ধরে পোকাধরা চাল ও নষ্ট আটা পাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। খাদ্যসামগ্রীর এমন মান নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
অভিযোগ, রেশন নিতে গিয়ে গ্রামবাসীরা লক্ষ্য করেন বিতরণ করা চালের ভিতর স্পষ্টভাবে পোকা চলাফেরা করছে। এরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে ও বিশেষ করে স্থানীয় মহিলারা বিক্ষোভে ফেটে পড়েন।
গ্রামবাসীদের ক্ষোভ, “সরকার কি পোকাধরা চাল পাঠায়? মাসের পর মাস এভাবে নষ্ট খাবার খাব কীভাবে!”
অভিযুক্ত রেশন ডিলার উত্তম কুমার বিশ্বাস জানান তিনি যে চাল পান সেই চালই বিতরণ করেন।
রেশন ব্যবস্থার এমন অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত তদন্ত ও কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
