বৃহস্পতিবার সকাল ৭:৩০ নাগাদ বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক রেল স্টেশনের সামনে এক শিশুকে একা বসে কান্নাকাটি করতে দেখা যায়। স্থানীয় এক চা দোকানি ও কয়েকজন বাসিন্দা শিশুটিকে সান্ত্বনা দেন, খাওয়ান এবং তার পরিচয় জানতে চেষ্টা করেন। কিন্তু শিশুটি নিজের নাম, ঠিকানা কিছুই জানাতে পারেনি।
পরিস্থিতি বুঝে ওই চার বাসিন্দা দ্রুত তাকে নিয়ে যান বোলপুর থানায়। তাঁদের ভাষ্য অনুযায়ী, শান্তিনিকেতন থানা না গিয়ে তাঁরা বোলপুর থানায় যান কারণ তাঁরা বোলপুর এলাকার বাসিন্দা এবং এখানকার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় বলে তাঁদের বিশ্বাস। পুলিশ আধঘণ্টার মধ্যেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়।
জানা যায়, শিশুটির নাম রাহুল দাস, পিতার নাম বিক্রম দাস, এবং তাঁর বাড়ি সাঁথিয়া, নেতাজিপল্লীতে। দুপুর ৩টা নাগাদ শিশুটিকে থানায় নিয়ে আসেন তিনজন স্থানীয় বাসিন্দা। সকাল থেকে নিখোঁজ থাকা রাহুলকে ফিরে পেয়ে স্বজনরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এবং হারিয়ে যাওয়া বাচ্চা ছেলেটির পরিবারের সদস্য বোলপুর থানার সকল আধিকারিকদের হাত জোড় করে ধন্যবাদ জানিয়ে যান।
