সাগরে নিম্নচাপ সক্রিয়, তবু রাজ্যে আপাতত স্বাভাবিক ছন্দেই নামছে শীত

রাজ্যজুড়ে শীতের আমেজ থাকলেও এখনও তেমনভাবে গাঢ় হয়নি ঠান্ডা। হাওয়া অফিস জানাচ্ছে—পশ্চিমবঙ্গে এখনই শীত জাঁকিয়ে বসবে না। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও পাহাড়ে কিছুটা ব্যতিক্রম, দার্জিলিংয়ে কম-বেশি বৃষ্টির ইঙ্গিত রয়েছে।

কলকাতায় সকাল থেকেই হালকা ঠান্ডার স্পর্শ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি ও সর্বোচ্চ ২৮ ডিগ্রি ঘোরাফেরা করবে। আগামী তিন দিন তাপমাত্রা আরও নামতে পারে, তবে তা খুব বেশি নয়—দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে যেতে পারে।

তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা। সেখানকার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি আরো নামতে পারে। অপরদিকে দার্জিলিংয়ে শীত আরও তীব্র, তাপমাত্রা ৫-৬ ডিগ্রির মধ্যেই থাকবে।

এদিকে সাগরে একাধিক নিম্নচাপের কার্যকলাপ চলছে। দক্ষিণ আন্দামান সাগরের কাছে তৈরি হওয়া নিম্নচাপটি ২৪ তারিখের মধ্যে আরও ঘনীভূত হয়ে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা ঘূর্ণিঝড়ে রূপ নিলেও বাংলায় কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরেও আরেকটি নিম্নচাপ তৈরি হচ্ছে।

আবহবিদদের বক্তব্য, “সাগরে সিস্টেম সক্রিয় থাকলেও পশ্চিমবঙ্গ আপাতত নিরাপদ। তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি, তাই এখনই কনকনে শীতের আশা করা ঠিক নয়।”

সব মিলিয়ে, সাগরে চাপ বাড়লেও বাংলার আবহাওয়ায় আপাতত নেই কোনও আশঙ্কার ইঙ্গিত—বরং ধীরে ধীরে শীত নামার স্বাভাবিক ছন্দই বজায় থাকবে।