পাহাড় ও সমতলের লাগাতার বর্ষণে ফুলে উঠেছে মহানন্দা, খুলে দেওয়া হল ফুলবাড়ি ব্যারেজের লকগেট

পাহাড় ও সমতলের লাগাতার বর্ষণের ফলে জলস্তর দ্রুত বেড়ে উঠেছে মহানন্দা নদীর। এই পরিস্থিতিতে খুলে দেওয়া হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের লকগেট। ফলে প্রচণ্ড গতিতে বইছে নদীর জল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি চলছে। সেইসঙ্গে সমতলের এলাকাতেও বৃষ্টির দাপট অব্যাহত। এই সম্মিলিত বর্ষণের প্রভাবে মহানন্দা নদীতে জল বাড়তে থাকে।

জলস্তর নিয়ন্ত্রণে রাখতে সকালেই প্রশাসনের তরফে ব্যারেজের বেশ কয়েকটি লকগেট খুলে দেওয়া হয়। এতে নদীর জল দ্রুত গতিতে নিচু এলাকার দিকে নামছে।

নিচু এলাকায় নজর রাখছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার বার্তা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর নেই, তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সেচ দফতর।

প্রসঙ্গত, বর্ষার সময় ফুলবাড়ি ব্যারেজের এই লকগেট খোলা নতুন কিছু নয়, তবে চলতি মরশুমে এই প্রথম একসঙ্গে একাধিক লকগেট খোলা হল।