সারা বিশ্বে অত্যন্ত উৎসাহের নিয়ে পালিত প্রবাসী ভারতীয় দিবস

৯ জানুয়ারি ভারতসহ বিদেশেও অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) পালিত হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে বসবাসরত ভারতীয়দের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে, বিদেশের ভারতীয়রা ভারত ও বিশ্বের মধ্যে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করে। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্বজুড়ে ভারতীয় মিশনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল। জেনেভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন ৯ তারিখে একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষ অংশগ্রহণ করেন। অন্যদিকে, সাংহাইতে ভারতের কনসুলেট জেনারেল ভারতীয় উদ্যোক্তাদের উৎসাহিত করে এই দিনটিকে পালন করেছে। সেখানে ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুর হ্যাংঝো আঞ্চলিক পর্যটন কেন্দ্র এবং উদীয়মান এআই হাব পরিদর্শন করেন।

সফর চলাকালীন তিনি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের এআই-টেক স্টার্টআপে কর্মরত প্রবাসী ভারতীয় যুব চিন্তাশীল নেতাদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে এবং “মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড” এআই সমাধানে তাদের উদ্ভাবনী কাজের তিনি প্রশংসা করেন।

ভুটানে ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি পোস্টের মাধ্যমে বলেছে, “প্রবাসী ভারতীয় দিবস হল সম্পর্ক পুনর্নবীকরণের একটি দীর্ঘস্থায়ী উপলক্ষ; বন্ধুত্ব গড়ে তোলার এবং দেশের উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদানকে সম্মান জানানোর দিন।”

বিদেশমন্ত্রী ডঃ এস. জয়শঙ্করও বিদেশে বসবাসরত প্রায় ৩৫ মিলিয়ন এনআরআই এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিসকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স-এর একটি পোস্টে তিনি লিখেছেন, “আমরা আপনাদের জন্য গর্বিত! প্রবাসী ভারতীয় দিবসে আমরা ভারতের বৈশ্বিক পদচিহ্নকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ভারতীয় প্রবাসীদের উদযাপন করি। তাঁদের অর্জন এবং অবদান দেশে ও বিশ্বজুড়ে অগ্রগতি, উদ্ভাবন এবং উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করে চলেছে।”