আবারও ট্রেন দুর্ঘটনার খবর ওডিশা থেকে। বৃহস্পতিবার সকালে সম্বলপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে হাওড়া-সম্বলপুর রুটের গুরুত্বপূর্ণ ট্রেন সম্বলপুর-শালিমার মহিমা গোসাঁই এক্সপ্রেস। সকাল ৯টা ১৯ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, গার্ড ভ্যানের ঠিক পরের কোচটি আচমকা লাইনচ্যুত হয়ে যায়।
ইস্ট কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ১৮ মিনিটে সম্বলপুর সিটি স্টেশন ছেড়েছিল ট্রেনটি। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ফলে অল্পের জন্য রক্ষা পান শতাধিক যাত্রী। বরাত জোরে প্রাণহানির কোনো খবর নেই।
দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা, ডিআরএম, দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ও উদ্ধার কাজ শুরু করে হয়। ক্ষতিগ্রস্ত কোচটি দ্রুত ট্র্যাক থেকে সরানোর কাজ চলছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, এই সুপারফাস্ট এক্সপ্রেসটি বাংলার শালিমার স্টেশন থেকে রওনা দিয়ে খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কেওনঝার, ঢেঙ্কানল হয়ে ওডিশার সম্বলপুর পর্যন্ত যাতায়াত করে। বহু বাঙালি ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রী এই ট্রেনে নিয়মিত যাতায়াত করে।
যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে, তবে প্রশ্ন উঠছে বারবার ঘটে চলা রেল দুর্ঘটনা নিয়ে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার দাবি উঠেছে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের তরফে।
