দুর্ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার খাপরাইল মোড় এলাকায়। একটি টাটা সুমো এবং একটি সুইফট ডিজায়ার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় দুমরে মুচড়ে যায় গাড়ি দুটি। জানা গিয়েছে একটি গাড়ি বাগডোগরা থেকে শিলিগুড়ির দিকে আসছিল, আরেকটি গাড়ি শিলিগুড়ি থেকে বাগডোগরা দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
পাশাপাশি গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুজন জখম হয়েছেন বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় একটি বেসরকারি নার্সিংহোমে। দুর্ঘটনাগ্রস্ত টাটা সুমো এবং সুইফট গাড়িটিকে আটক করে মাটিগারা থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গিয়েছে দুটি গাড়ি দ্রুতগতিতে ছুটছিল এবং আচমকাই মুখোমুখি চলে আসাতেই বিপত্তি। জানা গিয়েছে শিলিগুড়ি থেকে বাগডোগরা অভিমুখে যাওয়া গাড়িটি বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। কিভাবে মাটিগাড়ার খাপরাইল মোড় এলাকায় ট্রাফিক পয়েন্টের সামনেই এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।