অভিযান চালিয়ে উদ্ধার ব্রাউন সুগার। গ্রেফতার দুই পাচারকারী। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের বরেরডাঙ্গা এলাকায়। ধৃতরা হলেন জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী বাসিন্দা রাহুল মন্ডল ও ঘুঘুডাঙ্গা এলাকার শুভঙ্কর মল্লিক বলে হলদিবাড়ি পুলিশ সূত্রে খবর। আজ আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাইয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এদিন বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বড়েরডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় বাইকে থাকা দুই যুবককে ধাওয়া করে আটক করে। রবিবার সন্ধ্যায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান হলদিবাড়ির বিডিও রেনজি লামো শেরপা। দুজনকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৫.৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।ধৃতরা হলেন জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারী বাসিন্দা রাহুল মন্ডল ও ঘুঘুডাঙ্গা এলাকার শুভঙ্কর মল্লিক।
তাদের কাছ থেকে একটি পালসার বাইকও উদ্ধার করা হয়েছে। আইসি বলেন এনডিপিএস ধারায় মামলা শুরু করা হয়েছে। ওই দুই যুবককে আজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। নেশা মুক্ত সমাজ গড়তে পুলিশের এমন অভিযানে খুশি এলাকার মানুষ। এবিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন আমরা নেশার বিরুদ্ধে বারংবার প্রচার অভিযান চালিয়ে আসছি। আমাদের তরফে পুলিশকে সহায়তা করা হচ্ছে। জলপাইগুড়ির বাসিন্দা দুজন গ্রেপ্তার হয়েছে। পুলিশকে সাধুবাদ জানাই।
