আগামী ২৭ জুন, শুক্রবার—সারা দেশের মতো উড়িষ্যার পুরীধামেও ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে পালিত হতে চলেছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। বাংলার “বারো মাসে তেরো পার্বণ”-এর মধ্যেও এই উৎসবের আলাদা তাৎপর্য রয়েছে।
এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার সাংস্কৃতিক শহর বালুরঘাট দেখল এক অভিনব সৃষ্টি। স্থানীয় মেকআপ আর্টিস্ট রিতা বসাক, যিনি ‘রিতা মেকওভার স্টুডিও’-র কর্ণধার, তিনটি সাধারণ আলুর উপর ফুটিয়ে তুলেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। অভিনব এই শিল্পকর্ম দেখে অবাক সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপ্রেমীরাও।
এর আগেও রিতা বসাক লাউয়ের উপর দুর্গা প্রতিমা গড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তবে এবার রথযাত্রার আগে তিনি সাধারণ আলুকে বেছে নিয়ে তা-ই প্রমাণ করলেন—শিল্পের উপাদান হতে পারে যেকোনো বস্তুই, প্রয়োজন শুধু কল্পনা ও নিষ্ঠার।
এই প্রসঙ্গে রিতা বসাক বলেন “জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমার হৃদয়ের আরাধ্য। রথযাত্রার আগে আমি চেয়েছিলাম কিছু অন্যরকম করতে। আলু আমাদের দৈনন্দিন জীবনের অতি পরিচিত উপাদান। সেটার মাধ্যমেই দেবতাদের রূপ ফুটিয়ে তোলার চেষ্টাই ছিল আমার শিল্পের প্রতি শ্রদ্ধা।”
স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই ভিড় করছেন তার স্টুডিওতে এই অভিনব সৃষ্টি দেখতে। ছবি তোলা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট—প্রতিটি ক্ষেত্রে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ‘আলু-শিল্প’।
জেলার সাংস্কৃতিক মহলও রিতার সৃজনশীলতাকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এই ধরনের শিল্প প্রয়াস শুধু ধর্মীয় ভাবনাকেই সম্মান জানায় না, বরং শিল্পের নতুন দিক উন্মোচন করে।
শিল্প ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধনে রচিত রিতা বসাকের এই কাজ নিঃসন্দেহে এবারের রথযাত্রা উৎসবকে আরও স্মরণীয় ও তাৎপর্যময় করে তুলেছে।
