বিপুল পরিমান অস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করলো মালদা জেলা পুলিশ

পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, মালদা জেলা পুলিশের। মোট ২ জন গ্রেফতার।উদ্ধার মোট ১৫টি অস্ত্র। ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় অভিযান চালিয়ে মইনুল হাসান (২০) নামে একজনকে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।তার বাড়ি মুর্শিদাবাদ জেলার, লালগোলা থানার মিরজাত পুর এলাকায়।

তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি পাইপগান,১ টা সেভেন এমএম,পাঁচটা তাজা কার্তুজ।ইংরেজবাজারের মিল্কি  থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে মালদার কালিয়াচক থানার পুলিশ তলাশী চালিয়ে আরেকজনকে গ্রেফতার করেছে।তার নাম আনারুল হক (৪৫)। কালিয়াচক থানার সুজাপুরের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার ৪ সেভেন এমএম পিস্তল।

জেলার পুলিশ সুপার,অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন ,নির্দিষ্ট সুত্র মারফত, ওই জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের সাথে বিহার যোগসূত্র রয়েছে।অস্ত্রপাচারী উদ্দেশ্য ছিল।এদেরকে আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়া হবে জিজ্ঞাসাবাদ করলে সব পরিষ্কার হয়ে যাবে।