একসময় চুরি কিংবা অসতর্কতায় হারিয়ে যাওয়া মোবাইল যেন স্বপ্নও ভাঙিয়ে দিয়েছিল মালিকদের। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা থানা প্রাঙ্গণে দেখা গেল এক অন্য দৃশ্য। পুলিশের হাতে হাতে যখন ফিরল সেই হারানো মোবাইল, তখন চোখেমুখে আনন্দ আর স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল মালিকদের।
মোট ২০ জন দাবিদারের হাতে তাঁদের মোবাইল ফোন তুলে দেন মালদা থানার আইসি মৌমেন চক্রবর্তী ও অন্যান্য পুলিশ অফিসাররা। দীর্ঘদিন পর নিজের ফোন ফিরে পেয়ে কেউ আনন্দে আপ্লুত, কেউবা অবাক হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশের প্রতি।
মালদা থানার এই উদ্যোগ শুধু মোবাইল ফেরানো নয়, সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ভরসাও আরও একবার দৃঢ় করল।
