এক কেজির বেশি ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদার যুবক, তদন্তে পুলিশ

নিউ জলপাইগুড়িতে বড়সড় মাদকচক্রের ছক ভেস্তে দিল স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযান। এদিন দুপুরে এই অভিযানে উদ্ধার হয়েছে এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা ভরত মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গোপন সূত্রে খবর আসে যে নিউ জলপাইগুড়ির সাউথ কলোনি এলাকায় দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে।

সেই খবরের ভিত্তিতে দ্রুত টিম গঠন করে স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে সাউথ কলোনির প্রধান সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ভরত মণ্ডলকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার। পুলিশের অনুমান, ওই এলাকাতেই মাদক লেনদেনের ছক ছিল।

ধৃতকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, সে কাকে এই মাদক বিক্রি করতে এসেছিল ও এর পিছনে আর কারা জড়িত রয়েছে। পুরো মাদকচক্রের হদিশ পেতে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। ধৃত ভরত মণ্ডলকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।