IR নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার: “রেশন-ভোটার-আধার কোনওটাই হবে না, হবেটা কী?”


বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রকল্পকে ঘিরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে এক জনসভায় তিনি প্রশ্ন তোলেন, “রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড—কোনোটাই যদি বৈধ না হয়, তাহলে হবেটা কী?” এই মন্তব্যের মাধ্যমে তিনি কেন্দ্রের নাগরিকত্ব যাচাইয়ের পদ্ধতি ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

  • SIR-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব যাচাইয়ের নামে NRC চালুর চেষ্টা করছে বলে অভিযোগ।
  • তিনি বলেন, “এই পরিচয়পত্রগুলি কেন্দ্র ও নির্বাচন কমিশন স্বীকৃত। কোটি কোটি টাকা খরচ করে এগুলি তৈরি হয়েছে। এখন সেগুলি অগ্রাহ্য করা হলে সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে?”
  • NRC-এর ছায়া দেখছেন তিনি এই প্রকল্পে, বিশেষ করে বিহারে ভোটার সমীক্ষার পদ্ধতি ঘিরে।

  • মমতা দাবি করেন, বাংলাকে প্রথম টার্গেট করে পরে অন্যান্য রাজ্যে এই প্রকল্প চালু করা হবে।
  • তিনি কেন্দ্রের উদ্দেশ্যে বলেন, “এসব ঘাপলা বের করতে সময় লাগবে, কিন্তু প্রথমটা তো বের করে দিলাম।”
  • বিরোধী দলগুলিও মমতার বক্তব্যে সায় দিয়ে বলেন, এটি আসলে ‘ঘুরপথে’ NRC চালুর চেষ্টা।

  • নির্বাচন কমিশনের নির্দেশিকায় মা-বাবার জন্মসনদ চাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
  • তিনি বলেন, “গরিব মানুষ কীভাবে এই শংসাপত্র জোগাড় করবে?”
  • পরে কমিশন কিছু নির্দেশিকা পরিবর্তন করে জানায়, বিহারের ৪.৯ কোটি ভোটারকে নতুন করে কোনও নথি জমা দিতে হবে না।

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে নাগরিকত্বের সংজ্ঞা, পরিচয়পত্রের বৈধতা এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের রাজনৈতিক টানাপোড়েন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা আগামী দিনে আরও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।