রথের মেলা দেখতে গিয়ে মৃত্যু, তিস্তার বাঁধ থেকে উদ্ধার নিথর দেহ

রথের মেলা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না সমীর মণ্ডলের। শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট এলাকার তিস্তা নদীর বাঁধ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবার অভিযোগ করেছে, সমীরকে পিটিয়ে খুন করা হয়েছে।

৪৪ বছর বয়সি সমীর মণ্ডল শুক্রবার সন্ধ্যায় নাতির জন্য খেলনা ও জিলিপি কিনতে রথের মেলায় গিয়েছিলেন। রাত সাড়ে ন’টা নাগাদ তাঁর মা অনিমা মণ্ডল ছেলের মোবাইলে ফোন করলে সমীর জানান, তাঁকে মারধর করা হয়েছে। এরপরই ফোনটি কেড়ে নিয়ে এক অজ্ঞাত ব্যক্তি বলেন, “আপনার ছেলে তিস্তার বাঁধে পড়ে রয়েছে।”

খবর পেয়ে অনিমাদেবী ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন। মাথা ও বুকে গুরুতর আঘাত ছিল। দ্রুত তাঁকে টোটো করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা সমীরকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের মা বলেন, “ছেলেকে নির্মমভাবে মারা হয়েছে। আমি অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।” পুলিশ সূত্রে জানা গেছে, সমীর মাদক সংক্রান্ত মামলায় পূর্বে গ্রেফতার হয়েছিলেন। তবে এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।