উত্তরবঙ্গে “কবচ” জনস্বাস্থ্য স্ক্রিনিং কর্মসূচি মণিপাল হসপিটালসের

মণিপাল হসপিটালস শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিট মণিপাল ফাউন্ডেশনের সহায়তায় উত্তরবঙ্গের জনগণের জন্য একটি ব্যাপক জনস্বাস্থ্য স্ক্রিনিং কর্মসূচি “কবচ” উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রী দিলীপ দুগ্গার এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি শ্রী অরুণ ঘোষ। মূল বক্তা ছিলেন মণিপাল ফাউন্ডেশনের সিইও শ্রী হরিনারায়ণ শর্মা এবং মণিপাল হসপিটালসের পূর্ব অঞ্চলের রিজিওনাল চিফ অপারেটিং অফিসার ডঃ অয়নাভ দেবগুপ্ত।
কবচ কথাটির অর্থ সুরক্ষা। তাই এই নামটি উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষার মূল উদ্দেশ্যকে প্রতিফলিত করে। যা সচেতনতা, প্রাথমিক রোগ সনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে সম্পন্ন হবে। এই উদ্যোগটি যেসব অঞ্চলে স্বাস্থ্য সচেতনতার অভাব এবং সময়মতো স্ক্রিনিং-এর সুযোগ কম, সেইসব এলাকায় স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ব্যবধান পূরণের লক্ষ্য রাখে।
মণিপাল ফাউন্ডেশনের সিইও, শ্রী হরিনারায়ণ শর্মা বলেন, “মণিপাল ফাউন্ডেশন সবসময়ই সুলভ এবং সহজলভ্য স্বাস্থ্যসেবার মাধ্যমে ইতিবাচক প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।“ হাসপাতালের পূর্ব অঞ্চলের রিজিওনাল চিফ অপারেটিং অফিসার, ডঃ অয়নাভ দেবগুপ্ত বলেন, “‘কবচ’-এর মাধ্যমে আমাদের লক্ষ্য হল প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে উত্তরবঙ্গের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।“