পূর্ব সীমান্ত রেল (NFR) লামডিং – বাদরপুর হিল সেকশনে রেল যোগাযোগ পুনরুদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে রেল দপ্তর। এক ভয়াবহ ভূমিধসের ফলে প্রায় ১০০ মিটার ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রেলপথে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যের মুখ্যসচিব, রেলওয়ের জিএম, NHAI ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে সমন্বিত উদ্ধার পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধারে বর্তমানে ২৫টিরও বেশি ভারী যন্ত্রপাতি (এক্সকাভেটর, জেসিবি, ডাম্পার) সহ প্রায় ২০০ জন শ্রমিক কাজ করছে বললে জানা গেছে । ঘটনাস্থলে লামডিং ডিভিশনের ঊর্ধ্বতন রেল আধিকারিকরাও উপস্থিত রয়েছে।
উদ্ধারকাজের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টিপাত ও নরম মাটির কারণে ক্রমাগত ধসের ঝুঁকি। রেল সূত্রে খবর প্রথমে পাহাড়ি ঢাল স্থিতিশীল করা হবে, পরে ২৫,০০০ কিউবিক মিটার মাটি ও ধ্বংসাবশেষ সারানো হবে।
রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জানানো হয় বাতিল ও আংশিক ট্রেন বাতিলের কথা। সম্পূর্ণ বাতিল করা হয়েছে, ২৫-২৭ জুন – গুয়াহাটি, সিলচর, আগরতলা, দুলাবছেরা, আনন্দ বিহার, হাওড়া, সেকান্দরাবাদ ও তেজস রুটে একাধিক ট্রেন। আংশিক বাতিল করা হয়েছে, ২৩-২৭ জুন – কাজিরাঙ্গা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা, এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, চার্লাপল্লি, আগরতলা, ফিরোজপুর এক্সপ্রেসসহ একাধিক ট্রেন গুয়াহাটি ও লামডিং-সংলগ্ন অঞ্চলে আংশিকভাবে বাতিল।
বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে স্বাভাবিক ট্রেন চলাচল সম্ভব হবে।
যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, অফিসিয়াল রেলওয়ে চ্যানেলের মাধ্যমে আপডেট পেতে যোগাযোগ রাখতে।
