এগরায় বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগে তুমুল বিক্ষোভ

স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রোগীর পরিবার। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এগরা ১ ব্লকের খালশুটিয়া গ্রামের বাসিন্দা মাত্র ছাব্বিশ বছরের এক গর্ভবতী মহিলা প্রায় দশ মাস ধরে ওই নার্সিংহোমেই চিকিৎসা করাচ্ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন চিকিৎসা করানো সত্ত্বেও ভুল চিকিৎসার জেরেই পরিস্থিতি জটিল হয়।

গত বুধবার গভীর রাতে হঠাৎ প্রসব বেদনা শুরু হলে তাঁকে দ্রুত নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুরে রেফার করা হয়। পরিবারের দাবি, “নার্সিংহোমের চিকিৎসাগত গাফিলতির কারণেই এই পরিস্থিতি।”

এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনেরা। নার্সিংহোমের সামনে শুরু হয় তীব্র বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশ যথাযথ তদন্তের দাবিতে সরব।