চুরি করে সোনার অলংকার এবং রুপার অলংকার পুঁতে রাখা হয়েছিল মাটির তলায়। মাটি খুঁড়ে সেই গহনা উদ্ধার করল পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করে সেই জায়গায় নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সমস্ত গহনা উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। চুরির অভিযোগ পাওয়ার ৬ ঘন্টার মধ্যেই মাটির নিচে পুঁতে রাখা চুরি করা ৭০ গ্রাম সোনার অলংকার ও ৩৬৫ গ্রাম রুপোর অলংকার সহ গ্রেপ্তার দুষ্কৃতী।
রবিবার দুপুরে শিবমন্দির শান্তিপুর হালের মাথার বাসিন্দা অমিত ঝাঁয়ের বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটায় এক দুষ্কৃতি । বিকেলে বাড়ি ফিরতেই ঘটনা বুঝতে পেরে মাথায় হাত পড়ে গৃহকর্তার। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। এই ঘটনায় মাটিগাড়ার বিশ্বাস কলোনি থেকে উদ্ধার হয় মাটির নিচে পুঁতে রাখা চুরি যাওয়া ৭০ গ্রাম সোনার অলংকার ও ৩৬৫ গ্রাম সোনার অলংকার।
গ্রেপ্তার করা হয়েছে মূল দুষ্কৃতিকে। ধৃতের নাম অবজিৎ মুন্ডা ওরফে ধারু। ধৃত দাগাপুরের বাসিন্দা। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। দ্রুত পুলিশের অভিযানে সমস্ত স্বর্ণালংকার রুপার অলংকার উদ্ধার হওয়ায় মাটিগাড়া থানার পুলিশকে ধন্যবাদ জানান চুরি যাওয়া বাড়ির মালিক অমিত ঝাঁ।
