২২ শে শ্রাবণে কবিগুরুকে শ্রদ্ধা মেয়রের

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম তিরোধান দিবসে সকালেই নিজের বাসভবনে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, রবীন্দ্র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি নিজের কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করে উপস্থিতদের মুগ্ধ করেন তিনি।

এরপর মেয়র যোগ দেন শহরের বাঘাযতীন পার্কে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র গৌতম দেব, পুরনিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ সোভা সুব্বা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় তাঁরা বিশ্বকবির সাহিত্য, দর্শন ও চেতনার মহিমা স্মরণ করেন।

আজ ২২শে শ্রাবণ—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শহর শিলিগুড়িও দিনটি পালন করল কবিগুরুর গান, কবিতা ও সৃষ্টির আবহে।